WhatsApp Image 2024-03-20 at 13.58.37_24b502f9
WhatsApp Image 2024-03-20 at 13.58.38_37c00f0a
previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow

আই.এস.ই -(I.S.E)

ইসলামিয়া স্কলারশিপ এক্সাম (I.S.E) পশ্চিমবঙ্গের মুসলিম ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে |

নির্দিষ্ট বয়সসীমা ;-( প্রথম থেকে স্নাতক এবং রিসার্চ স্কলার )স্তরের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে |
বছরের মে মাস থেকে ফরম পাওয়া যাবে | ফরম পূরণ চলবে পর্যায়ক্রমিকভাবে জুন ও জুলাই মাসে, পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, রেজাল্ট আউট হবে অক্টোবর মাসে |
শ্রেণীবিত্তিক কলারশিপ -এর পুরস্কার প্রাপকের সংখ্যা নির্দিষ্ট। বিস্তারিত তথ্য I.S.E PROSPECTUS – এর মাধ্যমে জানানো হবে।
Prospectus Launch Date – 20.05.2024
Form will be available – 25.05.2024
Follow Our Website – www.alislamiamission.in, www.liec.org.in

কেবলমাত্র সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য
#ইসলামিয়া #স্কলারশিপ #এক্সাম (I.S.E)-2024
শুরু হতে চলেছে ইনশাআল্লাহ-
প্রথম পর্যায়ে প্রথম হইতে দশম শ্রেণী পর্যন্ত।
মূল লক্ষ্য -সংখ্যালঘু সমাজের ছাত্র-ছাত্রীদের মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং মেধা অন্বেষণ যার ফলে উচ্চ শিক্ষার লক্ষ্যে সঠিক প্রযত্নের মাধ্যমে ইসলামিক আদর্শে আধুনিক শিক্ষার আবহে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে সর্বোপরি মানুষের মত মানুষের পরিচয় দিতে পারে তাহার একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রশ্নপত্রের মান হবে পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস নির্ধারিত পাঠক্রম অনুসারে সেই সাথে ইসলামিক বিষয়ক প্রশ্নপত্র সহ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ ইত্যাদি
পরীক্ষা হবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার আদলে। যার ফলে শিশু মনে ভয় আতঙ্ক দূর হবে এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার মাধ্যমে এগিয়ে যাওয়ার যাওয়ার ক্ষেত্রে সাফল্যের ভিত্তি তৈরি করবে ইনশাল্লাহ।
এই পরীক্ষার ফলে সফল ছাত্র ছাত্রীদের মানপত্র, সম্মানজনক পুরস্কার সহ আকর্ষণীয় বৃত্তি ইত্যাদি দেওয়া হবে ডিস্ট্রিক্ট লেভেলে- যাহাতে সফল ছাত্র-ছাত্রী সুন্দরভাবে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে পড়ালেখা সচ্ছল ভাবে চালিয়ে যেতে পারে।শ্রেণি অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় সহ গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট মার্কসপ্রাপ্ত সমস্ত ছাত্রছাত্রীদের মানপত্র দেওয়া হবে।
এছাড়াও এই পরীক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে জ্ঞান সমাজের বহুমুখী অভিভাবক/ অবিভাবিকা রয়েছেন যারা যারা নিজের কাছে সন্তানকে রেখে উপযুক্ত পরিচর্যা দিয়ে তৈরি করতে চান অথচ যথেষ্ট অর্থ ভাবে ভুগছেন কিংবা সুখ্যাতি সম্পন্নকোন প্রতিষ্ঠানে পড়াতে চাইছেন কিন্তু পারছেন না তাদের উদ্দেশ্যেই এই পরীক্ষা । পরীক্ষার সফল হলে এমন ভাবে বৃত্তি দেওয়া হবে যাহাতে উন্নত আবাসিক মিশনে কিংবা পাবলিক স্কুলে স্বচ্ছলভাবে পড়াতে পারেন। বৃত্তি সরাসরি সফল ছাত্র-ছাত্রীকে চেকের মাধ্যমে দেওয়া হবে– নিজে হাতে অভিভাবক অভিভাবিকা খরচ করতে পারেন।
যেকোনো সরকারি/ মিশন/বেসরকারি প্রতিষ্ঠান মাদ্রাসাসহ সকল সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই পরীক্ষার বসার যোগ্য বলে বিবেচিত হবে।
****পরীক্ষার প্রসপেক্টাস (ফর্ম ও নমুনা প্রশ্নপত্র প্রকাশিত হবে– ১৫/৫/২০২৪
***ফর্ম পাবেন নির্দিষ্ট অনুদান মূল্যের মাধ্যমে (শ্রেণী অনুযায়ী পৃথক পৃথক অনুদান মূল্য নির্ধারিত — সম্পূর্ণ প্রক্রিয়াটা স্বচ্ছতা রক্ষার্থে)
***শ্রেণী ভিত্তিক পরীক্ষার সিলেবাস—পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত প্রাথমিক /মাধ্যমিক পর্ষদ নির্ধারিত সিলেবাস অনুসারে
***ফরম পূরণের শেষ তারিখ –৩০/০৮/২৪
***প্রবেশপত্র (এডমিট) প্রকাশ তারিখ –১/৯/২০২৪

****সম্ভাব্য পরীক্ষার তারিখ —২৯/০৯/২০২৪

***পুরস্কার বিবরণী– শ্রেণী ভিত্তিক পুরস্কার বৃত্তি প্রাপকের সংখ্যা নির্দিষ্ট।
***পরীক্ষার ফরম পূরণ করা যাবে ২৫/৫/২০২৪
সম্পূর্ণ প্রসেস ( ফরম পাওয়া থেকে ফর্ম জমা থেকেএডমিট প্রদান সহ ফলাফল )অনলাইনে মাধ্যমে হবে।
***কেবলমাত্র পরীক্ষা স্বশরীরে দিতে হবে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সফল ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।
***পরীক্ষা কেন্দ্র – জেলার ভিত্তিতে মহকুমা (subdivision)কেন্দ্রিক হবে।
****”প্রথম পর্যায়ে প্রথম শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত ।
**দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণী হইতে স্নাতক শ্রেণি পর্যন্ত।
**তৃতীয় পর্যায়ে স্নাতকোত্তর হইতে পিএইচডি পর্যন্ত (বিষয়ভিত্তিক)
* সমস্ত স্তরের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবেন উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য।
সকলের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি |

দ্বিতীয় পর্যায়ের
#ইসলামিয়া #স্কলারশিপ #এক্সাম -২০২৪
বিশ্ব আর্থ-সামাজিক পরিবেশ পরিস্থিতিতে
যুবসমাজ যখন দিশাহীন অবস্থায় ক্লান্ত ঠিক সেই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী সহ যুবক-যুবতি দিশা খুঁজে পায় এবং হালাল উপায়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে বিকল্প ব্যবস্থা হিসাবে ১৮ থেকে ২৫ বছর বয়সের ছেলে মেয়েদের নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে বাছাই করে উপযুক্ত গাইড ও প্রশিক্ষণের মাধ্যমে সচেষ্ট উদ্যোক্তা সহ সরকারি ও বেসরকারি কর্মসংস্থানে সংযুক্তি করনের উদ্যোগ গ্রহণের কাজ চলছে আলহামদুলিল্লাহ।
একাদশ থেকে স্নাতক স্তর পর্যন্ত রানিং ছাত্র-ছাত্রীদের পাশাপাশি মাধ্যমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত ইতিমধ্যে উত্তীর্ণ বেকারত্বের যন্ত্রণায় ছটফট করা যুবক যুবতীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত করতে চলেছি। ইনশাল্লাহ।
একাদশ থেকে স্নাতক পর্যন্ত নির্দিষ্ট সাবজেক্টের ভিত্তিতে যেমন কলা বিভাগ সাইন্স বিভাগ ইত্যাদি তাদের বৃত্তি পরীক্ষা যেমন হবে পাশাপাশি স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের ও বৃত্তি পরীক্ষা নেওয়া হবে সেইসঙ্গে ওই পরীক্ষায় পাশ করলে তাদেরকে একই সাথে জেনারেল কম্বাইনড কোচিং (আবাসিক — যুবক/ যুবতী পৃথক পৃথক)দেওয়া হবে (নির্দিষ্ট ক্ষেত্রে) বিস্তারিত গাইডলাইনের দেওয়া হবে। শুধুমাত্র চাকরি নয় ব্যবসার মাধ্যমেও ইসলামিক আদর্শে উন্নত জীবন ব্যবস্থা তৈরি করা যায় সেই বিষয়েও সঠিক প্রশিক্ষণ দিয়ে এবং ব্যবসায়িক পুঁজি কিভাবে আসবে তাহার বিশ্লেষণ করে বুঝিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন আমাদের প্রস্তুতি-পর্ব চলছে পর্যায়ক্রমে তাহা ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট লিংকে জানানো হবে। ইহা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাই সময়ের দরকার। ইতিমধ্যেই আমরা আলেম-উলামা তথা দ্বীনী জ্ঞান সমাজের উদ্দেশ্যে আর্থসামাজিক মনোনয়নের স্বার্থে “মর্যাদা” নামক একটি প্রকল্প বাস্তবায়িত করতে চলেছি আলহামদুলিল্লাহ। সুতরাং ধৈর্য ধরুন সঙ্গে থাকুন । আপনাদের সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা উন্নত জাতি হিসাবে ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক মানোন্নয়নের স্বার্থে সুস্থ চিন্তাভাবনার মাধ্যমে বৃহৎ প্রচেষ্টায় লিপ্ত হয়েছি তার ফলস্বরপ প্রকৃত মানবসম্পদের উন্নয়ন তথা ভারতকে একটি বলিষ্ঠ দেশ হিসাবে গড়তে সাহায্য করবে ইনশাল্লাহ।। সকলের কাছে দোয়া কামনা করছি। পরবর্তীতে এই কর্ম পরিকল্পনায় এস টি সার্টিফিকেট ভুক্ত যুবক যুবতীদেরকে সংযুক্ত করার চিন্তাভাবনা রয়েছে।

Scroll to Top