ইসলাম হলো আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম সারা বিশ্বে যাহার ব্যাপ্তি রয়েছে এবং প্রত্যেকটি ইসলাম ধর্মের অনুসারী জনগোষ্ঠী (মাযহাব) এর মধ্যে মসজিদ ইমাম ও মসজিদ কমিটি রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুস্থ সঠিক পরিকল্পনার অভাবে মসজিদ উপযুক্ত ইমাম খুঁজে পাই না আর উপযুক্ত ইমাম উপযুক্ত মসজিদ বা কর্মক্ষেত্র খুঁজে পায় না, ফলে মসজিদ ইমাম ও মসজিদ কমিটি উভয়ই হয়রানির শিকার হন |এমনকি বেতন সহ নানাবিধ বিতর্কের ফলে ইমাম সাহেব বারংবার পরিবর্তন হয়, ফলে ইসলাম দরদী ভাইদের সমস্যা সম্মুখীন হতে হয় |এর যোগসূত্র হিসাবে লাঘোসা ইসলামিক এডুকেশন সেন্টার মহতী বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে, ফলস্বরূপ হল আমাদের পোর্টাল যে কোন মাযহাবের যেকোন মসজিদ, ইমাম সাহেব সংযুক্তিকরণ হয়ে থাকলে উভয়ই সুবিধা পাবেন | এই প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে উভয়কে (ইমাম সাহেব ও মসজিদ কমিটিকে) নির্দিষ্ট অনুদানমূল্য প্রদান করতে হবে | পরবর্তীতে আইডি নং সংগ্রহ করতে পারবেন ও ওয়েবসাইটে নিজে প্রোফাইল ভিজিট করতে পারবেন|এই সুবিধাটির জন্য নির্দিষ্ট ফর্ম ফরম পূরণের আবশ্যিক গাইডলাইন ফলো করতে হবে।অনলাইনের মাধ্যমে সম্পন্ন প্রক্রিয়া সম্পন্ন হবে ও ক্ষেত্রবিশেষে অফলাইনে তা যাচাই করন হবে।
