MORJADA FORM

আসসালামু আলাইকুম,

সম্মানিত মৌলানা সাহেব আপনি দ্বীনি জ্ঞানসমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ অথচ আপনার সুনির্দিষ্ট সঠিক স্থায়ী দৃঢ় কর্মসংস্থান বা আয় নেই বা থাকলেও যথেষ্ট আয়ের সম্ভাবনা ক্ষীণ  ফলে আপনি সহ আপনার পরিবার সন্তান সন্ততি উচ্চশিক্ষা সংস্কৃতি সহ নানাবিধ আর্থ-সামাজিক সংকটে থাকে|স্বসম্মান রক্ষার্থে সেটাকে বলতে পারেন না বা বলতে গেলেও সমাজের বিভিন্ন দিক থেকে তির্যক বাক্য শুনতে হয় গোপনে বা প্রকাশে | আপনারা ইসলামকে বাঁচিয়ে রাখতে দ্বীনের প্রদীপ কে  যেভাবে  আঁকড়ে ধরে আছেন  সে বিষয়ে বিশ্বায়নের ছোঁয়ায় উন্মত্ত  ভারতীয়/বাংলার মুসলিম সমাজ বড্ড উদাসীন |এরকম পরিস্থিতিতে বিশ্বায়নের বেড়াজাল ছিন্ন করতে আপনাদের শিক্ষা-সংস্কৃতি সহ আর্থ-সামাজিক  ভিত্তি মজবুত করতে লাঘোষা ইসলামিক এডুকেশন সেন্টার  যুগান্তকারী বৃহৎ কর্মসূচি “মর্যাদা” গ্রহণ করেছে |”আল্লাহ”-কে সাক্ষী রেখে নেক উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি ঠিক তেমন-ই “আল্লাহ”-কে সাক্ষী রেখে দৃঢ় মনোবল,বিশ্বাস,একাগ্রতা,সক্রিয়  মানসিকতা নিয়ে এগিয়ে আসুন| আপনাদের উদ্দেশ্যে গৃহীত এই বৃহৎ প্রচেষ্টা আপনার উৎসাহ, অনুপ্রেরণা, সক্রিয়  সহযোগিতায় আগামী পাঁচ বছর সময়ের ব্যবধানে আলেম,উলেমা তথা দ্বীনি জ্ঞানসমাজের আর্থ-সামাজিক মানোন্নয়ন-এর পাশাপাশি বাংলা প্রতিটি মুসলিম গ্রামে সামাজিক,সাংস্কৃতিক জগতে ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ l আমাদের মূল স্লোগান হোক———

এর প্রেক্ষিতেই –  

আত্মার আলোকে      জীবন বদলান আগে      সমাজ/জমীন বদলাবে পরে।

                                                           

  “A PEACEFULL JOURNEY TO THE WHITE REVOULATION.”

Form fill up guidelines:

E-form – 9046041138 (WhatsApp only) ও Website – www.liec.org.inথেকে form download করে সব তথ্য পূরণ করুন, ফর্মে উল্লেখিত ডকুমেন্টস PDF format- জমা করুন – WhatsApp no: – 9046041138

  • আপনার পূরণ করা ফরমের রিসিভ পার্ট পুনরায়  সিরিয়াল নং স্ট্যাম্প দিয়ে প্রাথমিকভাবে রিসিভ কপি পিডিএফ আকারে দেওয়া হবে যা আমাদের সোসাইটি প্রদত্ত, আপনার প্রাথমিক পরিচয়পত্র (ID Card) হবে ।
  • পরবর্তী ক্ষেত্রে স্থায়ী পদের জন্য নির্দিষ্ট ANUXER-B ফরম পূরণ করতে হবে এবং স্থায়ী আইডি কার্ড দেওয়া হবে |
  • স্থায়ী সদস্যপদ গ্রহণের পর আপনার নির্দিষ্ট রেজিস্টার আইডি নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে দেওয়া আপনার নির্দিষ্ট প্রোফাইল চেক করতে পারবেন |

বি : দ্র : আইডি নিজের দায়িত্ব সংরক্ষিত রাখবেন এবং আইডি কার্ড ছাড়া আপনি কোন রকম ভার্চুয়াল এবং ফিজিক্যাল মিটিং এটেন্ড করতে পারবেন না|

  • আপনার যাতায়াত খরচ, সময় ইত্যাদির কথা মাথায় রেখে, অনলাইন এ কার্যপ্রণালী সম্পন্ন করা হচ্ছে |
  • আপনার দেওয়া তথ্য, আপনার প্রথম physical মিটিং-এর পূর্বে অফিসিয়াল ভাবে  ভেরিফিকেশন  হবে।
  • আপনার পরবর্তী কর্মসূচি প্রতিষ্ঠানের সাথে physical ও virtual মিটিং WhatsApp- এর মাধ্যমে ও নির্দিষ্ট প্রোফাইলে তা নোটিশ এর মাধ্যমে অবগত করানো হবে।
Enquiry-First WhatsApp – 9046041138, Time-( 9 p.m.-10 p.m.)  

যে সমস্ত মৌলানা কোন নির্দিষ্ট মসজিদে/মাদ্রাসায় কাজ করেন না তারা যে গ্রামে বাস করেন, সেই গ্রামের সম্মানিত 6 জন (Form- এর column -1-6 )  ব্যক্তির নাম, ফোন নাম্বার ও স্বাক্ষর অবশ্যই দেবেন -আপনার প্রদত্ত তথ্যের সত্য প্রমাণের সাক্ষ্য স্বরূপ।

আমাদের যে যে সুবিধাগুলি পর্যায়ক্রমে প্রদান করা হবে ……………………………….  

ইমাম/মৌলানা তথা দ্বীনি   জ্ঞানসমাজের শিক্ষাসংস্কৃতি সহ, আর্থসামাজিক মানোন্নয়ন ; যেমন দুর্ঘটনা জনিত মৃত্যু হলে ৫ লক্ষ টাকা, দুর্ঘটনা জনিত চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা, বাৎসরিক ছয় হাজার টাকা (উপহারস্বরূপ), সন্তান-সন্ততির ইসলামিক সহ আধুনিক ফ্রি আবাসিক শিক্ষাদান|

  • বিশেষ করে এতিম মেয়েদের উচ্চ শিক্ষা সহ বিবাহ পর্যন্ত দায়বদ্ধতা গ্রহণ, দুরারোগ্য গ্রস্থ, প্রতিবন্ধী, কন্যাদায়গ্রস্থ, অসহায় ব্যক্তিবর্গদের বিশেষভাবে সহযোগিতা প্রদান, (ইমাম সাহেব দ্বারা নির্বাচিত তথ্যের ভিত্তিতে) মক্তব/মাদ্রাসার মানোন্নয়নে সাহায্য |
  •  “ইসলামিক মাইক্রো ফাইনান্স” ইন্টারেস্ট ফ্রি লোন এর সুবিধা, স্মার্ট মুসলিম ভিলেজ নির্মাণ , গ্রাম রত্ন প্রদানবহু জনকল্যাণমূলক কার্যকলাপ প্রদান যা আমাদের দেওয়া নির্দিষ্ট গাইডলাইন অনুসারে প্রযোজ্য হবে |
Scroll to Top